॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে খাগড়াছড়ির রামগড়ে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মারমা এর সঞ্চালনা ও উপজেলা মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্বত্য অঞ্চলে জলাশয়ের অভাব,পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন এ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি উপজেলায় কাজ করছে মৎস্য বিভাগ। তাই সকল প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।
উল্লেখ্য, উপজেলার ২০ জন মৎস চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।