দীঘিনালায় পিকেটারছাড়া হরতাল
আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালায় পিকেটারছাড়া ঢিলেঢালাভাবে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে সড়কে হরতালের পক্ষে কোন প্রকার পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায় নাই। ব্যক্তিগত যানবাহন চলাচল ও স্থানীয় যানবাহন চলাচল করছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান ও টহল দিতে দেখা গেছে। সড়ক জুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। স্থানীয় যানবাহন চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি ।
পুলিশের নিরাপত্তায় অর্ধশত সাজেক পর্যটকবাহী গাড়ি খাগড়াছড়ি সদর ও দীঘিনালা থেকে ছেড়ে গেছে। এছাড়াও উপজেলার অভ্যান্তরীন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘হরতালে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সড়কে হরতাল চলছে তবে আওয়ামীলীগ নেতাকর্মীদের তোপের মুখে আমরা সড়কে যেতে পারছি না।
এছাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোঃ কাশের এর নেতৃত্বীতে হরতালের বিপক্ষে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সকালে থেকে বিএনপি-জামায়েতের নৈরাজ্য ঠেকাতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সড়কে অবস্থান নিয়েছে।
দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা বলেন, ‘তিনি বলেন, ‘জনগণের জানমালের ক্ষয়ক্ষতি, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছেন।