[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে সেনা সদস্যদের অভিযানে ভারতীয় সিগারেট জব্দউৎসাহ উদ্দীপনায় রাঙ্গামাটিস্থ বলাকা ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিতরাঙ্গামাটির বাঘাইছড়িস্থ বটতলী-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে আছেদীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এর দাফনরাঙ্গামাটিতে হাজারো মানুষের আনন্দ উল্লাসে জশনে জুলুস পালিতরাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বর্গা শিক্ষক দিয়ে বিদ্যালয়ে পাঠদান চালানো যাবে না: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

১৪৮

॥ দহেন ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেছেন, শিক্ষকরা দায়িত্ব সঠিক ভাবে পালন করলে জাতিগঠনে ভূমিকা রাখতে পারবে। বর্গা শিক্ষক দিয়ে বিদ্যালয়ে পাঠদান চালানো যাবে না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নবীন শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার (২৬অক্টোবর) সকালে জেলা শহরের অফির্সাস ক্লাবে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্গা শিক্ষক দিয়ে বিদ্যালয়ে পাঠদান চালানো যাবে না। বর্গা শিক্ষক দিয়ে নিজেদের ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে যাবেন না। এসব করলে দেশের উন্নয়নে সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না। শুধু স্মার্ট বাংলাদেশ বললে হবে না, সেটাকে বাস্তবায়নে শিক্ষকদেরও ভূমিকা রাখতে হবে। দেশ শেখ হাসিনার নেতৃত্বে থাকলে, নিরাপদে থাকবে দেশের জনগণ। বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যেতে চাইলে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষকদেরও স্মার্ট হতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাসুম পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নিলোৎপল খীসা, এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য ক্যজরী মারমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে নবীন শিক্ষকদের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।