[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনীদীঘিনালায় রাতের আধাঁরে পাহাড় কাটার অভিযোগে ২লাখ টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে গরু ঘাঁস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ৮অক্সিজেনের অভাবে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ১ মাস বয়সের শিশুর মৃত্যু
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে নৌকা ডুবে তিন জন নিখোঁজ, এক নারীর যাত্রী মরদেহ উদ্ধার

৩৩৫

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচিতে বংড অকটাইখাঃ এলাকায় সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিনজনের মধ্যে লংরে খুমি (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী ও পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদীর বংড অকটাইখাঃ এলাকা থেকে নিখোঁজ তিন যাত্রী মধ্যে এক নারী যাত্রী লাশটি উদ্ধার করা হয়। তবে এখনো মিলেনি দুই যাত্রী মরদেহ। তাদের উদ্ধারের অভিযান চলছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল বুধবার (২৫ অক্টোবর) সকালে ছোট মদকের অংলে খুমিপাড়া থেকে নয় জন যাত্রী নিয়ে রেমাক্রী বাজারে আসে একটি নৌকা। সেখান থেকে পরিবারের প্রয়োজনীয় বাজার করে বাড়ি ফেরার পথে পানির নিচের পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ছয় জন তীরে উঠলেও তিন জন ডুবে গিয়ে নিখোঁজ হন।

এদিকে ইঞ্জিনচালিত এক নৌকার মাঝি বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সাঙ্গু নদীতে একটি লাশ দেখতে পেয়ে জনপ্রতিনিধিদের খবর দিলে পুলিশ বাহিনী, দমকল বাহিনী ও স্থানীয়রা মিলে লাশটি উদ্ধার করা হয়। এখনও দুই যাত্রী নিখোঁজ রয়েছেন। তারা হলেন- অংলে খুমিপাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫) এবং চয়অং খুমিপাড়ার বাসিন্দা ছাই অং খুমি (৩০)। তাদের মরদেহ উদ্ধারে অভিযান চলছে।

থানচি ফায়ার সার্ভিসের ইউনিট পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, নৌকা ডুবে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের অভিযানে এক নারীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনও নিখোঁজ দুই যাত্রী মরদেহ উদ্ধারের জন্য অভিযান চলছে।

এক নারীর মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ আবুল মনসুর বলেন, নৌকা ডুবে তিন জন নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযানে নামে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয়রা।

তিনি আরো বলেন, উদ্ধারের অভিযানে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুজন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের মরদেহ উদ্ধারের অভিযান চলছে।