শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নানিয়ারচর জোনের আর্থিক সহায়তা
তুফান চাকমা, নানিয়ারচর
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর জোন কতৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পূজা মণ্ডপ পরিদর্শন কালে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় উপজেলার শ্রী শ্রী জগ্ননাথ মন্দির কমিটির হাতে এ সহায়তা তুলে দেন নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি।
এসময় জোন কমান্ডার বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ী জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা-অর্চনা পরিচালনার লক্ষ্যে অত্র জোন কর্তৃক সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা হবে।
নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।