নানিয়ারচর ও কাপ্তাইয়ের পূজা মন্ডপ পরিদর্শনে নিখিল কুমার চাকমা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দির এবং কাপ্তাই উপজেলার শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী কালীবাড়ি মন্দিরের মন্ডপ পরিদর্শন করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। রবিবার (২২ অক্টোবর) তিনি অষ্টমীর দিনে মন্দির পরিদর্শন করেন এবং ভবিষ্যতে মন্দিরের উন্নয়নে সহায়তার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, আওয়ামীলীগ সকল সম্প্রদায়ের কথা বলে। সকল সম্প্রদায়ের উৎসব শান্তি এবং সম্প্রতি বজায় রেখে উদযাপন করতে পারে সেই ব্যাপারে আওয়ামীলীগ সরকার সর্বদা সজাগ থাকে। তিনি এসময় শারদীয় দুর্গোৎসব সফল ভাবে সম্পন্ন করতে পারে সেই প্রার্থনা করেন।
এসময় বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলার সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙ্গামাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংকিউ মারমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।