কাপ্তাইয়ে পূজামন্ডপ পরিদর্শনে রাঙ্গামাটি পুলিশ সুপার
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
রবিবার মহা অষ্টমী পূজার দিন তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্তদের সাথে মতবিনিময় করেন। এছাড়া প্রতিটি পূজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিতকল্পে দায়িত্বরত পুলিশ, আনসার এবং স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর সহ বিভিন্ন পূজামন্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।