কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানিতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দেড়টার দিকে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বিএফআইডিসি টিলা সংলগ্ন এলাকায় লেকে গোসল করতে এই ঘটনা ঘটে। শিশুটির নাম মোঃ নুর আলম (১২) সে কাপ্তাই নতুন বাজার বিএফআইডিসি টিলার মোঃ হানিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মজিবুর রহমান জানান, শিশুটি বেলা দেড়টার দিকে বিএফআইডিসি টিলা বাসা সংলগ্ন লেকের পানিতে গোসল করতে নামে সবার অজান্তে পানির নিচে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তল্লাশি চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহীনুর রহমান (পরিদর্শক) জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আইনী প্রক্রিয়া শেষে শিশুটির দাফন সম্পন্ন করা হবে বলে তিনি জানান। শিশুটিকে দেখতে এলাকার শত শত লোকজন এলাকায় জড়ো হয়েছে।