কাপ্তাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কাপ্তাই ৪নং কাপ্তাই ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সদস্য সচিব নিপা রানী দের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সম্মলন কমিটির আহবায়ক নাজমা বেগম। উদ্বোধন করে উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি মানোয়ার জাহান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী। প্রধান বক্তব্য ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিতা আলম।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক আবদুল ওহাব, তথ্য সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, সহ প্রচার সম্পাদক সাধন বড়ুয়া , সদস্য মোঃ শাহআলম, মীর মোঃ মহসিন, বদরুল আলম জিপু, এরশাদুল কবির চৌধুরী ও মোশারফ হোসেন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমির ও সাধারণ সম্পাদক আকতার আলম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউসুফ আব্দুল্লাহ ফাহিম, কাপ্তাই ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রশিদ, কাপ্তাই ইউনিয়ন কৃষকলীগের সভাপতি চাথোয়াইপ্রু মারমা ও কাপ্তাই ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা বেগম।