[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অতিরিক্ত চাপে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট দিয়ে ৩ফুট ছাড়া হচ্ছে পানিরামগড়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক গ্রেপ্তারখাগড়াছড়ির পানছড়ি সেনা সাবজোনের মানবিক সহায়তারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানারামগড় দুর্গম অন্তুপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিজিবি’র শিক্ষা উপকরণ বিতরণটানা বর্ষণের কারণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ৫৫ আশ্রয়কেন্দ্রসকল বাধা অতিক্রম করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: ওয়াদুদ ভুঁইয়াখাগড়াছড়ির দীঘিনালায় বৃদ্ধ নিখোঁজ, উদ্ধারের অভিযান চলছেদীঘিনালায় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ইউএনও এর মতবিনিময়
[/vc_column_text][/vc_column][/vc_row]

১০ আর ই সেনাজোনের উদ্যোগে দান উৎসব পালনে আর্থিক সহায়তা

১২১

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি কাপ্তাই জীবতলি বাংলাদেশ সেনাবাহিনী (১০ আর ই) সেনাজোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে ১০ আর ই জোনের দায়িত্বরত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় ক্ষুদ্র – নৃ গোষ্টির মাঝে মহান কঠিনচীবর দান উৎস্ব পালনে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০ আর ই দায়িত্বপূর্ণ এলাকা ধনপাতাবাজার বন বিহারের উদ্যোগে মহান কঠিনচীবর দান পালন লক্ষে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, ১০ আর ই জোন কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসি। আর্থিক সহায়তা গ্রহণ করেন স্থানীয় হেডম্যান রুপায়ন চাকমা ও মেম্বার সবিনয় চাকমা।
এসময় প্রধান অতিথি বলেন, ১০ আর ই সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এছাড়া ১০ আর ই জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোর পাশে অবস্থানরত পাহাড়ী বাঙালী অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।