[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান হলেন শ্রাবস্তী

১৪০

॥ পলাশ চাকমা ॥

বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের এক ঘন্টার প্রতীকী চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন শ্রাবন্তী চাকমা। বুধবার (১৮ অক্টোবর) সকালে গার্লস টেকওভার আয়োজিত এ দায়িত্ব পালন অনুষ্ঠানের আয়োজন করে গ্রীনহিল।

রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন (রোমান) অত্যন্ত আন্তরিকতার সাথে কন্যা শিশুদের ক্ষমতায়নের প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে গার্লস টেকওভার অনুষ্ঠান আয়োজন করতে সহযোগিতা করেছেন। তাঁর প্রতিষ্ঠানের পক্ষ হতে এক ঘন্টার প্রতীকী চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করায় স্কুল শিক্ষার্থী কন্যা শিশু শ্রাবস্তী চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এক ঘন্টার জন্য (বেলা ১১টা থেকে ১২টা) পর্যন্ত গার্লস টেকওভার কর্মসূচীতে প্রতীকি উপজেলা চেয়ারম্যানের ভূমিকা পালন করেন-কাটাছড়ি এসসিটিএফ কার্যকরী কমিটির ‘সদস্য শ্রাবস্তী চাকমা। সে রাঙ্গামাটি সরকারী কলেজে ১ম বর্ষের ছাত্রী। প্রতীকী চেয়ারম্যান, শ্রাবস্তী চাকমা বলেন-কন্যা শিশুরা সমান সুযোগ ও অধিকার পেলে বদলে দিতে পারে তাদের নিজের জীবন, তাদের আশেপাশের সমাজ এবং সমাজের মানুষদের। আমাদের সমাজে এখন বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন বিদ্যমান, তিনি বাল্য বিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বাড়ানোর আহবান জানান।

উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন বলেন. আজকের কন্যা শিশুই আগামী দিনে গড়ে তুলতে পারবে একটি শিক্ষিত পরিবার। সারা বিশে^ কন্যা শিশুরা বেশ অবহেলিত। স্বাস্থ্য,শিক্ষা,মর্যাদা, ভালোবাসা সব দিক থেকেই বলতে গেলে বঞ্চিত। পরিবার ছাড়াও সামাজিক ভাবে ও তারা হচ্ছে বিভিন্ন ভাবে নির্যাতিত। তাই কন্যা শিশুদের পিছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দূর্গেশ^র চাকমা, কাটাছড়ি নীচ পাড়া গ্রামের কার্বারী চন্দ্রসূর চাকমা, কাটাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমর চাকমা, গ্রীনহিলের প্রোগ্রাম ম্যানেজার দৃষ্টি চাকমা ও ওয়াই-মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপেন চাকমা। আরো উপস্থিত ছিলেন কাটাছড়ি এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স) কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।