[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রকল্প অবহিতকরণ কর্মশালা

৭৫ পরিবারকে ঘর ১০৪৯ জনকে নগদ অর্থ সহায়তা দিবে ‘ব্র্যাক’

১৩১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

সম্প্রতি সময়ে বান্দরবানের লামা উপজেলায় স্বরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘুরে দাঁড়াতে সহায়তা দিবে দেশীয় এনজিও ব্র্যাক। ব্র্যাক এর দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় ব্র্যাক ইউকে (ঞযব অংশবযধাব ঈষরসধঃব ঋড়ঁহফধঃরড়হ) এর অর্থায়নে ‘চট্টগ্রাম ফ্লাস ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট” এর প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে লামা উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন। এসময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, উপজেলা প্রকল্প বান্দরবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, ব্র্যাক বান্দরবানের বিডিসি কর্মকর্তা মোঃ আরিফ, প্রকল্প কর্ডিনেটর মাহাবুব উল আলম, ব্র্যাক লামা উপজেলা ম্যানাজার মোঃ শাহীন ইসলাম, লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রমূখ। কর্মশালায় মূল প্রবন্ধ তুলে ধরেন প্রকল্প কর্ডিনেটর মাহাবুব উল আলম।

প্রকল্প কর্ডিনেটর মাহাবুব উল আলম বলেন, প্রকল্পের উল্লেখযোগ্য কার্যক্রম সমূহ হল- ২০২৩ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের খাদ্য যোগান নিশ্চিত করার লক্ষ্যে অর্থ সহায়তা, বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের বসত ঘর মেরামতের উপকরণ প্রদান এবং ঘর মেরামতের মজুরী বাবদ আর্থিক সহযোগিতা প্রদান। এছাড়া প্রকল্পের কর্মীদের ওরিয়েন্টেশন, উপজেলা পর্যায়ে প্রকল্প অবিহিতকরণ সভা ও উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভার আয়োজন। প্রকল্পের মেয়াদ: ৩ মাস (১৬ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১৫ ডিসেম্বর ২০২৩)।

ব্র্যাক বান্দরবানের বিডিসি কর্মকর্তা মোঃ আরিফ বলেন, সুবিধাভোগী নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ হল- যে সকল পরিবার ২০২৩ সালের আকস্মিক বন্যায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে, যারা উপজেলার স্থায়ী বাসিন্দা, যাদের ঘর, ফসল, গবাদিপশু কিংবা অন্যান্য জীবিকা ক্ষতিগ্রস্থ হয়েছে, অন্য কোন সংস্থা হতে একই ধরনের সহায়তা পায়নি অথবা নির্বাচিত হয়নি, যে সকল পরিবারের আয় অনেক কম কিংবা নেই, বিশেষ চাহিদা সম্পন্ন সদস্য রয়েছে ( যেমন: প্রতিবন্ধী, দীর্ঘমেয়াদী অসুস্থ, গর্ভবতী/দুগ্ধদানকারী মা, বয়ষ্ক, বিধবা), নারী প্রধান পরিবার, যাদের নিজ অর্থায়নে ঘর মেরামতের সামর্থ্য নেই। এই প্রকল্পের আওতায় লামা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৫ পরিবার ঘর ও ১০৪৯ পরিবার ৫ হাজার ৫শত টাকা নগদ সহায়তা হিসাবে পাবেন।