রাঙ্গামাটি সরকারি কলেজে শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল
॥ তুফান চাকমা ॥
রাঙ্গামাটি সরকারি কলেজে শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি সরকারি কলেজের আয়োজনে শ্রেণী কক্ষে শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক, নির্মল দুর্জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অতিথিরা শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
সভায় শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ মনোয়ার কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক শান্তনু চাকমা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তুষার কান্তি বড়ুয়া বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতার সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন শেখ রাসেল। সবার প্রিয় হওয়ায় শেখ রাসেল সকলের নয়নমণি ছিলেন। ৭৫’এর কালো রাতে ছোট্ট শিশু শেখ রাসেল জাতির পিতার সন্তান বলে বিনা অপরাধে অত্যন্ত নিষ্টুরভাবে ঘাতকের নরপিশাচ দল তাকে হত্যা করে। শেখ রাসেল দিবস উদযাপন সেদিন স্বার্থক হবে যেদিন শিশু হত্যা, শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।
কলেজের অধ্যাপক অনির্বাণ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, প্রফেসর মোঃ মনোয়ার কবীর, অধ্যাপক শান্তনু চাকমা, সহযোগী অধ্যাপক মোঃ মঞ্জু মিয়া, অধ্যাপক ফারজানা আফরোজা, অধ্যাপক আশিক সিকদার, ছাত্র-প্রতিনিধি তুষার চাকমা প্রমুখ।
এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, ছাত্র-ছাত্রী, রেড ক্রিসেন্ট ইউনিট, ছাত্র-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।