খাগড়াছড়িতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাপ্রাপ্ত উপকারভোগীদের সমাবেশ--
বিএনপি পার্বত্য চুক্তিতে বাঁধা দেয়, শেখ হাসিনা বাস্তবায়ন করেন: কুজেন্দ্র
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স এর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি বলেছেন, মানুষের চিন্তা-চেতনা আলাদা আলাদা হতে পারে। তবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করতে হবে, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে এটাই বাস্তবতা। বুধবার (১৮অক্টোবর) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মাঠে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত সদর উপজেলায় সরকারের বিভিন্ন দপ্তর হতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাপ্রাপ্ত উপকারভোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, বিএনপি পার্বত্য চুক্তি করতে বাঁধা দেয়, কিন্তু আওয়ামীলীগ সকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই পাহাড়ের মানুষের ভাগ্যোন্নয়নের কাজ করেছে। অথচ এর আগে বিএনপি-জামাত দীর্ঘ বছর দেশ শাসন করেছে, তাদের চোখে এসব চোখে পড়েনি। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন তো আমাদের সবার। কাজেই পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়া ছাড়া বিকল্প নেই।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও উপকারভোগী। এসময় প্রত্যন্ত গ্রাম থেকে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ স্থলের মাঠটি যেন জনসমুদ্রের পরিণত হয়।