[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

বঙ্গবন্ধু স্বাধীন ভূখণ্ড উপহার দিয়ে গেছেন- শামীম চৌধুরী

১৭৯

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূখণ্ড উপহার দিয়ে গেছেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে বলে বান্দরবানে থানচিতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানো অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উন্নয়ন এষ্টেট ও কল্যাণ (উপ-সচিব) মোঃ রুইশাইয়াত শামীম চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে সকলের এগিয়ে নিতে হবে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পে আয়োজনে থানচি উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানো অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সম্পর্কে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে।

এসময় অনুষ্ঠানে শাহবা তাহরীম আমিন সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপ-পরিচালক মোঃ এরশাদ উদ্দিন (পিএএ), প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ মোঃ নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা প্রমূখ।

এছাড়াও কম্পিউটার অপারেটর পলাশ চক্রবতী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।