দীঘিনালায় শেখ রাসেল দিবস উদযাপন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
শেখ রাসেল দীপ্তময়, নির্ভীক নির্মল দুর্জয় প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা শেখ রাসেল দিবস র্যালি, আলোচনা সভা ও পুরস্কার মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার(১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনে আয়োজনে এক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ করা হয়। পরে উপজেলা অডিটরিয়াম সম্মেলন কক্ষে সহকারী কমিশন ভূমি আবুল হাসনাত খাঁন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তঢা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: এনামুল হক প্রমূখ।
শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শেখ রাসেল এর স্মৃতি বিষয়ক প্রমান্য চিত্র ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য সরাসরি লাইভে উপভোগ করে আগত অতিথিবৃন্দরা। পরে শেখ রাসেল দিবস উপলক্ষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।