যৌথ অভিযানে ২লাখ টাকার কাঠ উদ্ধার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন ভালুকিয়া-চাকুয়া পাড়া সড়কের পাশে হতে কাঠ উদ্বার করেছে যৌথবাহিনী।
সোমবার (১৬অক্টবর) রাতে কাপ্তাই পাল্পউড বন বিভাগের রাইখালী রেঞ্জ স্টাফ ও ঢংছড়ি ক্যাম্পর বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিত্বে অবৈধভাবে পাচারের জন্য মজুদ অবস্থায় রক্ষিত ১১৬ ঘনফুট সেগুন ও গামার গোল কাঠ উদ্বার করেছে। যার বাজার মূল্য প্রায় ২লাখ টাকা।
রাইখালী রেন্জ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান উদ্বারকৃত সেগুন ও গামার গোল কাঠ গুলো রাইখালী রেঞ্জ অফিস হেফাজতে রাখা হয়েছে।