আরবী শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আইসিটি ও ইংরেজিতে দক্ষ হতে হবে
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মোবাইল ফোনের অপব্যবহার না করে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হবার আহবান জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, শিক্ষার্থীদের আগে ভাল মানুষ হতে হবে তাদের আরবী শিক্ষার পাশাপাশি আইসিটি ও ইংরেজিতে দক্ষ হতে হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালের দিকে মাদ্রাসার হলরুমে আয়োজিত মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে এনটিআরসিএ নিয়োগকৃত নবাগত শিক্ষক ও আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে গেস্ট আব অনারের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাদ্রাসার শিক্ষার্থীরা কোন অংশে পিছিয়ে নাই মন্তব্য করে তিনি আরো বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সেক্টরে মেধার স্বাক্ষর রেখেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের আগামীর স্মার্ট নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান তিনি।
বাংলা প্রভাষক মোঃ আফজালুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ সামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের আহবায়ক মাও. আব্দুল জলিল প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যাহ।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান আনিসুজ্জামান ডালিম, গভর্ণিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীসহ অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিলেন।