মানিকছড়িতে বিশ্ব খাদ্য দিবস পালিত
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্প’র যৌথ আয়োজনে সারা বিশ্বের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়িতেও বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ‘পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তরে র্যালিত্তর নন গেজেটেড কর্মচারী ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিতাস পিএইপি-২ প্রকল্প’র মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান ।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ ইউনুছ নুর’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অঞ্জন কুমার নাথ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুখী প্রিয় চাকমা। এতে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু ইউছুফ, উপ-সহকারি প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিলসহ উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্য উৎপাদনে এখনো অনেক পিছিয়ে। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে কাজ করতে হবে। তাছাড়া দৈনন্দিন জীবনে ও কৃষি জমিতে আমরা পানি ব্যবহার করি। আর এই পানিকে নিরাপদ রাখাও আমাদের দায়িত্ব। এসময় নিরাপদ ও শুষ্ক মৌসুমে পানি সমস্যা সমাধানের লক্ষে পানি সংরক্ষণের বিভিন্ন কৌশল অবলম্বন করারও পরামর্শ প্রদান করা হয়।