মাটিরাঙ্গার ৪৫০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় (২০২৩-২০২৪) অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, ভূট্টা, সূর্যমুখী উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৪৫০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার (ওসি) মোহাম্মদ জাকারিয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ সামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান ডালিম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময়, মাটিরাঙ্গা উপজেলায় ৪৫০ জন কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১ কেজি সরিষা বীজ বিতরণ করা হয়।