বরকলে নতুন প্রজন্মকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ সভা
॥ নিরত বরণ চাকমা, বরকল ॥
রাঙ্গামাটির বরকলে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্ব গাথা শুনানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫অক্টোবর) সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের উপ সচিব ড. মোহাম্মদ নুরুল আমিন, বিশেষ অতিথি ছিলেন উপ সচিব এরশাদ উদ্দিন (পিএ.এ.),উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা ও ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) সুচরিতা চাকমা, বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন প্রমূখ।
এসময় বরকল উপজেলা বীর মুক্তিযোদ্ধা চাথোয়াই মারমা, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা করুনা মোহন চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সু্বমিল চাকমা, বরকল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলাকালীন সময়ে সংগ্রামের জীবনগাথা, কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেন। সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।