ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনীদের গণহত্যা বন্ধ এবং মাসজিদুল আকসার পবিত্রতা রক্ষার দাবীতে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পানছড়ির সর্বস্তরের মুসলিম তাওহিদী জনতা কর্তৃক আয়োজিত এই মিছিল ও প্রতিবাদ সভায় দলমত নির্বিশেষে উপজেলার সকল মুসিলম তাওহিদী জনতা স্বতস্ফুর্তভাবে অংশ নেয়।
শনিবার (১৪ অক্টোবর) বিকাল তিনটায় পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা স্কয়ারে। মাওলানা মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দমদম জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন মধ্যনগর মাদ্রাসার ইমাম মুফতি মাওলানা মোঃ মুহিউদ্দিন, পানছড়ি থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃহেলাল উদ্দিন, পানছড়ি মডেল মসজিদের ইমাম মাওলানা সাব্বির মাহমুদ, দমদম তেঁতুল টিলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নুরুজ্জামান ও ৩নং পানছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মোঃনাজির হোসেন।