কাপ্তাইয়ে দুস্থদের মাঝে সেনাবাহিনীর অর্থ বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (১৫অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল, পিএসসি দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দরিদ্র এর মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এসময় কর্তব্যরত অফিসারগণ উপস্থিত ছিলেন।
অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল, পিএসসি ভবিষ্যৎতেও সুবিধা বঞ্চিত মানুষের জন্য সাহায্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।