উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমাকে সংবর্ধনা দিল জুরাছড়ি উপজেলাবাসী
॥ স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥
সারাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে জুরাছড়ি পিছিয়ে থাকলে হবেনা, তাই অন্যান্য উপজেলার মত যোগাযোগ কৃষি এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব সহকারে নেওয়া হবে। এজন্য প্রয়োজন সকলের সার্বিক সহযোগিতা। পাশাপাশি শিশুদের সঠিক ও মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ করেন।
রাঙ্গামাটি জুরাছড়ি উপজেলার সর্বসাধারণের পক্ষ থেকে শনিবার (১৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জেলা পরিষদ বিশ্রামাগাড়ে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবর্তক চাকমা সভাপতি উপজেলা আওয়ামিলীগ ও সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরেশ কুমার চাকমা চেয়ারম্যান উপজেলা পরিষদ জুরাছড়ি, মোহাম্মদ রহমত উল্লাহ নির্বাহী কর্মকর্তা জুরাছড়ি, আব্দুস সালাম অফিসার ইনচার্জ জুরাছড়ি থানা, রিটন চাকমা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম। এছাড়াও চেয়ারম্যানের সফর সঙ্গীসহ উপস্থিত ছিলেন তার সহধর্মিণী এবং উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা।