রাজস্থলীতে জাতীয় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
মোঃ আজগর আলী খান, রাজস্থলী
রাঙ্গামাটির রাজস্থলীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তর রাজস্থলীর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
অসমতার বিরুদ্ধে লড়াই করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজস্থলী থানা সেকেন্ট অফিসার রানা বড়ুয়া , ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান, রবার্ট ত্রিপুরা , ৩নং বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা ও রাজস্থলী ফায়ার সার্ভিসের লিডার মোঃ কামাল হোসেন। এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, দূর্যোগ, বিপদ এলে মনবল শক্ত রাখতে হবে।এবং সকলে সচেতন হলে আমরা দূর্যোগ হতে রক্ষা পেতে পারি।
এর আগে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।