কাপ্তাইয়ে বিএফআইডিসি, এলপিসি ইউনিট শাখায় মিলাদ মাহফিল
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ও করাতকল ইউনিট এর উদ্যোগে পবিত্র ঈদ-ই -মিলাদুন্নবী (সঃ) মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১অক্টোবর) সকাল ১১টায় এলপিসি ইউনিট শাখার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিএফআইডিসি, এলপিসি কাপ্তাই সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। প্রধান বক্তা ছিলেন বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাইফী। বক্তব্য রাখেন, কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন সম্পাদক আলী আহমেদ। এসময় কাপ্তাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কাপ্তাইয়ে কর্মরত, সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রয়াত সকল বিএফআইডিসি অফিসার-কর্মচারীদের জন্য দোয়া করা হয়।