রামগড়ে ইয়াবাসহ যুবক আটক
॥ মোঃ মাসুদ রানা,রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পৌরসভার সোনাইপুল বাজার এলাকা থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শরিফুল ইসলাম নাসির (৩৫) কে আটক করেছে রামগড় থানা পুলিশ।
আটককৃত মোঃ শরিফুল ইসলাম নাসির রামগড় পৌরসভার বাজার এলাকার বাসিন্দা মোঃ রফিকের ছেলে।
গতকাল রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই সামছুল আমিন সহ সংঙ্গীয় পুলিশ ফোর্সের রাত্রিকালীন বিশেষ অভিযানে শরিফুল ইসলাম কে আটক করা হয়েছে।
রামগড় থানার এসআই মোঃ সামছুল আমিন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল রাত পৌনে ১২ টায় সময় শরিফুল ইসলাম কে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান জানান,আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।