মানিকছড়িতে অসহায় পরিবার ও শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলার ১৮০টি গরিব, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবার ও কলেজে অধ্যায়নরত ১৫৯ জন মেধাবী, গরিব ও অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলা টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন’র সঞ্চালনায় অনুদান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ভারপ্রাপ্ত উপপরিচালক মোঃ জসিম উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তর প্রধান ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রাপ্ত অর্থের অনূকুলে সর্বমোট ৩৩৯জনকে ৬লাখ ৭৮ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বান্দরবানে আর্মড পুলিশ অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে আর্মড পুলিশ অভিযানে ইয়াবা সম্রাট ও মাদকের ব্যবসায়ী নয়ন চৌধুরী (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার মেম্বার পাড়া অরুন চৌধুরী ভবনের সামনে তাকে আটক করা হয়।
রবিবার (৮বঅক্টোবর) সকালের আর্মড পুলিশ কার্যালয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃত নয়ন চৌধুরী (৪৫), সে পৌর শহরে ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া এলাকায় মৃত: অরুন চৌধুরী ছেলে। এর আগেও তিনি ইয়াবা মামলায় জেল কেটেছেন।
আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার শহরের মেম্বার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই মাইকেল বনিক, এএসআই কামরুল হাসান, ছাইদুর রহমানসহ একটি বিশেষ টিম। এসময় মেম্বার পাড়া এলাকার থেকে তল্লাশী করে একশত আট পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারের মূল্য সাড়ে ৩২ হাজার টাকা।
আর্মড পুলিশ উপ-পরিদর্শক মাইকেল বনিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ নয়ন নামে এক যুবককে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে থানায় মাদক মামলায় রুজু করা হয়েছে।
২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, পার্বত্য এলাকায় নয় দেশের বিভিন্ন স্থানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সজাগ রয়েছে। মাদক, চোরাচালান, পাচারসহ প্রত্যেকটি অপরাধমূলক কর্মকাণ্ডকে রুখতে আর্মড পুলিশের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।
বান্দরবানে পিস মহিলা কল্যান সংগঠন সংবাদ সম্মেলন………..
কলাবতী শাড়ি তৈরী রাধাবতী উদ্ভাবক নয়”
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বহু আলোচিত বান্দরবানের তৈরি প্রথম ব্র্যান্ডিং কলাবতী শাড়ি। এই শাড়িতে তৈরীতে রাধাবতী দেবী উদ্ভাবক নয় বলে দাবী করে সংবাদ সংবাদ সম্মেলন করেছেন পিস মহিলা কল্যাণ সংগঠন। রবিবার (৮অক্টোবর) সকালে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের সাংবাদিকদের এসব তথ্য জানান সংগঠনের নির্বাহী পরিচালক সাইসাই উ (নিনি) ।
তিনি জানান, কলাবতীর সৃষ্টি ও জন্ম বান্দরবানের। কলা গাছের তন্ত থেকে তৈরি কলাবতী শাড়িটি বান্দরবানের প্রথম ব্র্যান্ডিং প্রোডাক্ট। পাইলট প্রজেক্টের মাধ্যমে কাপড় তৈরির আরো উন্নত করতে সিলেটের শ্রীমঙ্গল থেকে তাঁতী শিল্পী রাধাবতী দেবীসহ আরো তিনজনকে আনা হয়। সেসব তাতীঁ কারিগরদের দৈনিক বেতনের মাধ্যমে কাজ শুরু করেন পিস মহিলা কল্যাণ সংগঠন। সবকিছু শেষে তৎকালীন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি”র সার্বিক সহযোগীতায় শাড়ীর নাম রাখা হয় “কলাবতী শাড়ি”। তাছাড়া এই সংগঠনের উদ্যেগে বান্দরবানের কলাবতী শাড়ীর প্রজেক্ট এখনো পর্যন্ত চলমান রয়েছে।
নির্বাহী পরিচালক সাইংসাইং উ (নিনি) বলেন, কলাবতী শাড়ি তৈরীর সম্পূর্ণ পরিকল্পনাসহ প্রক্রিয়া আমার। এই কাজের মাধ্যমে এলাকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা। কিন্তু এই শাড়িটি সুনাম ও প্রচারণা দেখে রাধাবতী দেবী নিজেকে উদ্ভাবক হিসেবে মিথ্যা তথ্য দিয়ে অপ্রচার চালাচ্ছে। সত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে এই এলাকার বান্দরবানে সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের এডজানন্ট ফ্যাকাল্টি ড.মোহাম্মদ জহিরুল হক, প্রক্টর মোঃ ওয়াহিদুর রহমান, কো-অর্ডিনেটর হাসান মাহমুদ, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ ওমর ফারুক রুবেল, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
যতটুকু পেরেছি ততটুকু সহযোগিতা হাত বাড়িয়েছি’ – মেজর শায়েদ উজ জামান
॥ বান্দরবান প্রতিনিধি ॥
‘যতটুকু পেরেছি ততটুকু সহযোগিতা হাত বাড়িয়েছি’। সেনাবাহিনীর এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে ‘বলেছেন ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়নে জিএসও ইন মেজর শায়েদ উজ জামান।
সোমবার (৯ অক্টোবর) সকালে সদর জোনে প্রশিক্ষন শেডে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণকালে অনুষ্ঠানে প্রধান অতিথি এসব মন্তব্যে করেন।
তিনি বলেন, পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর মাঝে শিক্ষার পাশাপাশি শান্তি- শৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই পার্বত্য এলাকায় উন্নয়নে সামনে দিকে এগিয়ে নেওয়া জন্য বাংলাদেশ সেনাবাহিনী কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় বান্দরবান সেনা রিজিয়নের উদ্যেগে একাদশ শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ, বৌদ্ধ অনাথালয়ের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণসহ নগদ অর্থ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি। এর আগে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সাইন্সল্যাবের জন্য নগদ ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেড রিজিয়নের ক্যাপ্টেন আব্দুল মান্নানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাই মদসহ আটক ২
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি ৫১ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৮অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলাধীন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৫১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ পার্শ্ববর্তী গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি এলাকার ডানপ্রু মারমা রেশমী (২৭) ও মানিকছড়ি উপজেলাধীন একসত্যাপাড়া এলাকার মোঃ মোক্তার হোসেন (২৫) নামের দুজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, মানিকছড়ি থানার এসআই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মহামুনি এলাকায় বিশেষ অভিযানে ডিউটিকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একটি সিএনজি যোগে দুজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে খাগড়াছড়ি থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতল এলাকার মদিনা বিরিয়ানি হাউজের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৫১ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাই মদসহ দুজনকে আটক করে। সেই সাথে একটি সিএনজি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম জানান,আকটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।