[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় মতবিনিময় সভায় বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা

প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে সকল স্থাপনা নির্মাণ করতে হবে

১৭৪

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকাম উপজেলা নির্বাহী অফিসার, কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে।

সেমাবার (০৯অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়াম্যান মোঃ মোস্তফা কামাল মিন্টু, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমূখ। মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন তুলে ধরে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজের প্রতিনিধি, ধর্মীয়গুরু, শিক্ষকবৃন্দরা।

মতবিনিময় সভায় চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, মানসম্মত শিক্ষায় শিশুদেরকে শিক্ষিত করতে হবে। মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণি কক্ষে পাঠদান চালু করতে হবে। বর্তমান সরকার কথা দিয়েছে সবকিছু করে দিবে। পর্যটন নিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ ধ্বংস না করে সকল স্থাপনা নির্মান করতে হবে। যাতে করে পর্যটকরা প্রাকৃতিক পরশস্পর্শ করতে পারে। পর্যটকদের আকৃষ্ট করতে হলে ঐ স্থানে ইতিহাস সম্পর্কে তুলে ধরতে হবে তাহলে পর্যটকরা বেশি আকৃষ্ট হবে।