নানিয়ারচরে ছিনতাই হওয়া মালামাল সেনাবাহিনী কতৃক উদ্ধার ও হস্তান্তর
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে ১৮মাইল বাজার এলাকা হতে দুর্বৃত্ত কতৃক ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধির নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর নানিয়ারচর জোনের আওতাধীন ১৮ মাইল বাজার এলাকায় সোর্স এন্ড সার্ভিস নামক একটি আইটি কোম্পানির ইলেকট্রনিক সামগ্রী (আইপিএস, ব্যাটারি, ইলেকট্রনিক্স ক্যাবল এবং টিভি) বহনকারী একটি ট্রাক খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়ে। এ সময় দুর্বৃত্ত কর্তৃক ড্রাইভার এবং হেলপারের নিকট থেকে ২টি মোবাইল ফোন, ১টি চাবি রিং এবং ট্রাকে থাকা ০৬টি আইপিএস ব্যাটারি ছিনিয়ে নেয়া হয়।
এই প্রেক্ষিতে নানিয়ারচর জোন কর্তৃক ঘটনাস্থল এবং তার আশেপাশের এলাকা সমূহে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে গত ২৭ সেপ্টেম্বর দুর্বৃত্ত কর্তৃক ছিনতাইকৃত মালামালসমূহ (০১টি মোবাইল ফোন, ০১টি চাবি রিং এবং ০৬টি আইপিএস ব্যাটারি) উদ্ধার করা হয়।
রবিবার সকালে উদ্ধারকৃত মালামাল সমূহ সংশ্লিষ্ট কোম্পানি প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। এসময় এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।