খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটালিয়ন বাস্কেটবল ফাইনাল খেলায় বাবুছড়া ৭বিজিবি চ্যাম্পিয়ন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
নিয়মিত খেলাধুলা ও ব্যায়ম শরীর ও মনকে সুস্থ রাখে। খেলাধুলা পরস্পরের প্রতি সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন খেলাধুলা বিকল্প নাই। বানীগুলোকে ধারণ করে খাগড়াছড়ি সেক্টর আন্ত: ব্যাটালিয়ন(বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
রবিবার (৮অক্টোবর) সকাল ১০টায় দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি) ব্যবস্থাপনায় বাবুছড়া ব্যালিয়নের সদর দপ্তরের বাস্কেট খেলার মাঠে খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটালিয়ন(বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৩ এর ফাইনাল খেলা উদ্বোধন করেন, প্রধান অতিথি বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি) অধিনায় লে: কর্নেল ইসতেয়াগ আহম্মদ, এসপিপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি‘র) অধিনায়ক লে: কর্নেল এ.কে.এম আরিফুল ইসলাম পিএসসি, ৭বিজিবি‘র এডি কোয়াটার মাস্টার মোঃ হুমায়ুন কবির প্রমূখ। খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটািলয়ন(বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি) ৪৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে এবং পানছড়ি ব্যাটালিয়ন(৩বিজিবি) ৩০পয়েন্ট পেয়ে রানার্স আপ গৌরব অর্জন করে। সেরা নবীন খেলোয়া‘র হিসেবে গৌরব অর্জন করে ৭বিজিবি‘র খেলোয়ার সিপাহী বরুণ কুমার দত্ত এবং সরা প্রবীন খেলোয়া‘র হিসেবে গৌরব অর্জন করে ৩বিজিবি‘র খেলোয়ার সিপাহী নাহিদ মোস্তফা। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন, বাঘাইহাট ব্যাটালিয়ন(৫৪বিজিবি‘র) ল্যান্স নায়েক মো: সিরাজুল ইসলাম ও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭বিজিবি) হাবিলদার মোঃ আমান উল্লাহ।
উল্লেখ্য, গত ১ অক্টোবর খাগড়াছড়ি সেক্টর আন্ত:ব্যাটািলয়ন (বিজিবি) বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৩ এ খাগড়াছড়ি সদর ব্যাটালিয়ন (৩২বিজিবি), বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি), বাবুছড়া ব্যাটালিয়ন (৭বিজিবি), পানছড়ি ব্যাটালিয়ন(৩বিজিবি) ও মারিশ্যা ব্যাটালিয়ন (২৭বিজিবি) খেলায় অংশ গ্রহণ করে।