[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
অতিরিক্ত চাপে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট দিয়ে ৩ফুট ছাড়া হচ্ছে পানিরামগড়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়কাপ্তাই ৪১ বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক গ্রেপ্তারখাগড়াছড়ির পানছড়ি সেনা সাবজোনের মানবিক সহায়তারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানারামগড় দুর্গম অন্তুপাড়ায় শিক্ষার্থীদের মাঝে বিজিবি’র শিক্ষা উপকরণ বিতরণটানা বর্ষণের কারণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ৫৫ আশ্রয়কেন্দ্রসকল বাধা অতিক্রম করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে: ওয়াদুদ ভুঁইয়াখাগড়াছড়ির দীঘিনালায় বৃদ্ধ নিখোঁজ, উদ্ধারের অভিযান চলছেদীঘিনালায় ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ইউএনও এর মতবিনিময়
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান ভূমি সেবার উদ্বোধন 

১৫৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

‘মাটির কাছে মানুষের কাছে’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভ্রাম্যমান ভূমি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। খাগড়াছড়ি তথা চট্টগ্রাম বিভাগে এটিই প্রথম ভ্রাম্যমান ভূমি সেবা।

গত শনিবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ভুমি সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন ভ্রাম্যমান ভূমি সেবার বিষয়ে বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা প্রদান করেন।

এ সময় মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শরীফ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ আল আমিন, উপজেলা মডেল মসজিদের ইমাম মোঃ মামুনুর রশিদ ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক অন্তর মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

ভ্রাম্যমান ভূমি সেবার মধ্য দিয়ে পাহাড়ে নতুন দিগন্তের সূচনা হলো মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন বলেন, দালালের দৌরাত্ম ও নাগরিকদের খরচ কমাতে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এই ভ্রাম্যমাণ ভূমি সেবাটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়ন পরিষদে ভূমি সংক্রান্ত সকল সেবা কার্যক্রম চলবে বলে তিনি জানান।

মাটিরাঙ্গা ভূমি অফিসের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, ভ্রাম্যমান ভূমি সেবার ফলে ভূমি সংক্রান্ত কাজের ইতিবাচক পরিবর্তন ঘটবে। একই সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে এটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করেন তারা। এ সেবাটি চলমান রাখার জন্য অভিমত ব্যক্ত করেন তারা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, পাহাড়ের দূর্গমতার কারনে যাতায়াতে কিছু জটিলতা হয় সেজন্য মাটির সেবা মানুষের কাছে দিতে এটি একটি অনন্য উদ্যোগ। সাপ্তাহের একটি দিন হলেও জনগণের দোড় গোড়ায় গিয়ে ভূমি অফিস ভ্রাম্যমান সেবা প্রদান করবে।

স্মার্ট বাংলাদেশ গড়ার পথে ভ্রাম্যমান ভূমি সেবা একটি ব্যাতিক্রমী উদ্যেগ মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ভূমি সেবা প্রাপ্তিতে অনেক ভোগান্তি  রয়েছে। দীর্ঘদিনের এ ভোগান্তি নিরসনে এরকম উদ্যোগ সুবজ পাহাড়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।