[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
সম্প্রীতির মাধ্যমে বিশ্বাসের পরিবেশ গড়ে তুলতে হবে: খাগড়াছড়ির জেলা প্রশাসকমহালছড়ির মাইসছড়িতে সোনালী লাইফ পিএলসি’র উঠান বৈঠকমাটিরাঙ্গা সেনা জোনের মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদানমানিকছড়ির চিত্ত সুখ মঙ্গলং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসবদীঘিনালায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণবান্দরবানের থানচি বলি বাজারে ১৩ দোকান ভষ্মিভুতভোট ফর ধানের শীষ ভোট ফর ওয়াদুদ ভুঁইয়া রামগড়ে গণসংযোগকাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮তম কঠিন চীবর দান উদযাপনরাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি-আজগর, সম্পাদক-সুমনপার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের জন্য মানসম্মত শিক্ষা অত্যন্ত জরুরি: সুপ্রদীপ চাকমা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বরকলে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সেবা নিশ্চিত করতে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক

২৪৩

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কার্যালয় ফালিটাঙ্গেচুগ কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান বলেন, মানুষের জীবনের প্রথম পরিচিতি এবং দেশের নাগরিক হিসেবে প্রথম দলিল হচ্ছে জন্ম নিবন্ধন। আর নাগরিক সেবা নিশ্চিত করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ অনুসারে ১৮টি সেবা নিশ্চিত করতে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। এই ১৮টি সেবার মধ্যে রয়েছে পাসপোর্ট ইস্যু,বিবাহ নিবন্ধন, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি,সরকারি-বেসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স ইস্যু,জমি রেজিষ্ট্রেশন,গ্যাস,পানি,টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু।শুধু তাই নয় কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের অনুকূলে স্থাবর এবং অস্থাবর সম্পত্তিসহ ৪টি রাষ্ট্রীয় সুবিধা গ্রহণে মৃত্যু নিবন্ধন সনদ ব্যবহার করা বাধ্যতামূলক। তাই উপজেলার ৫ইউনিয়নে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান ইউএনও ইকবাল হাসান।

এসময় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সচিববৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।