[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

জম্ম ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার

মাটিরাঙ্গায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

১৬২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

‘নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথমবারের মতো পালিত হলো ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালের দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেল কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেজবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শরীফ, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, প্রমুখ বক্তব্য রাখেন।

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওপর জোর দিয়ে বক্তারা বলেন, নাগরিক জীবনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। স্মার্ট বাংলাদেশের পথে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা। উন্নত রাষ্ট্র বিনির্মানে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে এগিয়ে নিতে সকলকে যত্নবান হতে হবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, জম্ম ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাধ্যমে তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে হবে। বর্তমানে সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জম্ম নিবন্ধন উল্লেখ করে তিনি বলেন,  ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে হবে।

এসময় বেলছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ, আমতলী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল গনি, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যোতি কিশোর বড়ুয়া ও মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার অনুপম শীল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভুইয়া, তবলছড়ি ইউপি সচিব মোঃ ওসমান গনি ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ মোঃ মঞ্জুর হোসেন জম্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।