নানিয়ারচরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সকালে এ দিবস উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। এতে আরো উপস্থিত ছিলেন, ১নং সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ৩নং বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোধ খীসা প্রমুখ।
নাগরিকদের সকল সুবিধা ভোগ করতে হলে জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশিÍ করতে হবে। সকলের সহযোগীতায় সরকারের এ উদ্যোগের সার্থকতা আসবে বলে বক্তারা উল্লেখ করেন।