জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরী
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
জন্ম ও মৃত্যু নিবন্ধনে খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান’র হাত থেকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের পুরস্কার গ্রহণ করেন মানিকছড়ির ইউএনও রক্তিম চৌধুরী। এছাড়াও জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে তিনটহরী ইউপি সচিব মোঃ সুমন মিয়া ও শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে মোঃ নবী পুরস্কার গ্রহণ করেন।
এই শ্রেষ্ঠত্ব অর্জনে সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি মেম্বার ও গ্রাম পুলিশদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এ অর্জন ধরে রাখতে ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও রক্তিম চৌধুরী। এছাড়া, জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভাল করায় রেজিস্টার জেনারেলের বিশেষ বরাদ্দ লাভ করেছে মানিকছড়ি উপজেলার তিনটহরী ও মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদ।