বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ( ৫ অক্টোবর) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উচচ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাদ্যযন্ত্র বাজিয়ে স্কুল হতে জেটিঘাট প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় স্কুলে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা প্রধান শিক্ষক মাহাবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয় কমিটি,শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এদিকে দিবসটি উপলক্ষে কাপ্তাই শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচচ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে দিবসটি পালন করা হয়।