পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নানিয়ারচর সেনা জোনের মেডিকেল ক্যাম্প
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে নানিয়ারচর জোন (১০ বীর) এর সার্বিক তত্ত্বাবধানে ”সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়” অত্র জোনের আওতাধীন নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নানিয়ারচর জোনের মেজর মোঃ রোকন-উজ-জামান-খান (পিএসসি) এর সার্বিক নেতৃত্বে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে ২০০ জন গরীব, দুস্থ ও অসহায় জনগণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর এমন সেবামূলক কার্যক্রম এলাকাবাসী প্রসংশনীয় ভূমিকা বলে মন্তব্য করেন।
সেনাবাহিনী জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন প্রায়শই জোনের দায়িত্বপূর্ণ এলাকার অসহায় এবং হতদরিদ্র জনগণের মাঝে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।