জুরাছড়িতে চাকমা ভাষা বিষয়ক শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ
॥ স্বৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥
রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলা রিসোর্স সেন্টারে প্রাথমিক শিক্ষকদের মাতৃভাষা ভিত্তিক (এমএলই) চাকমা ভাষা বিষয়ক ৭ দিনের প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা রির্সোস সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।
এসময় প্রধান অতিথি বলেন, পার্বত্য শান্তি চুক্তির ধারা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে পাহাড়ের আদিবাসী ছেলেমেয়েরা নিজস্ব ভাষা লিখতে ও পড়তে পারে তাই পাহাড়ের প্রাথমিক শিক্ষকদের পর্যায়ক্রমে মাতৃভাষা ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব প্রশিক্ষণ সঠিকভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাচ্ছে কিনা জেলা পরিষদ কর্তৃক তত্বাবধান করা হবে। কোন বিদ্যালয়ে অসংগতি পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই শিক্ষকদের মনযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করে শিশুদের দক্ষ করে গড়ে তোলার অনুরোধ করেন।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা রুপময় চাকমা, প্রধান শিক্ষক সমিতির সভাপতি নিত্যানন্দ চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোরশেদুল আলম।