[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণকালে ৫৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাবেদ, পিএসসি

প্রতিবন্ধীরা স্বাবলম্বী হলে দেশ আরো এগিয়ে যাবে

১১৮

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাবেদ, পিএসসি বলেছেন, প্রতিষ্ঠার পর থেকে বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সমাজের অসহায়, হতদরিদ্র, দুস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বান্দরবান জেলার আলীকদম ৫৭ বিজিবি’র সদর দপ্তরে অসহায় দুস্থ প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী (হুইল চেয়ার), নগদ অর্থ ও ছাগল বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা সময় কোনো প্রতিবন্ধী শিশুর জন্ম হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষ তাকে বোঝা মনে করে অবজ্ঞা-অবহেলা করত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণের ব্যবস্থা করায় এখন প্রতিবন্ধীদের নিয়ে পুরনো ধ্যান-ধারণা পাল্টে যাচ্ছে। তারই অংশ হিসাবে ৫৭ বিজিবি প্রতিবন্ধীদের সহায়তা সামগ্রী বিতরণ করছে।

এসময় উপস্থিত ছিলেন, ৫৭ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন মশিউর রহমান। ছাগল, নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণের সময় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর মেডিকেল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে আলীকদম উপজেলা সদর এলাকার স্থানীয় অসহায় ও দুস্থ ২৯টি প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে ১৩টি পরিবারকে ১৩টি ছাগল, ১৪টি পরিবারকে নগদ অর্থ বাবদ ৮৫ হাজার টাকা এবং ২জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ২টি হুইল চেয়ার দেয়া হয়েছে। সর্বমোট ২৯টি পরিবারকে বিশেষ মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।