বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক চিকিৎসা সেবা বঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা প্রদান
॥ নিরত বরন চাকমা,বরকল ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল ৪৫ বিজিবি জোন কর্তৃক দূর্গম এলাকায় চিকিৎসা সেবা বঞ্চিত গরীব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গত রোববার (২৫জুন) সকালে উপজেলার আইমাছড়া ইউনিয়নে ভোয়াঠেগ বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ভোয়াঠেগ পাড়ায় এ মেডিক্যাল ক্যাম্পেইন আয়োজন করা হয়। ওইসময় ৪৫ বিজিবি জোনের মেডিক্যাল অফিসার মেজর মোঃ জিন্নাতুন নবী ১৫জন গরীব ও দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং ঔষধ বিতরণ করেন।
বরকল ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর(পিএসসি বলেন,বরকল জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আপামর জনগণের মধ্যে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর ভাবধারাকে সমুন্নত রাখতে বরকল ব্যাটালিয়ন(৪৫বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রত্যন্ত এলাকায় সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা সর্বদা অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।