কাপ্তাইয়ে পশুর হাটে জাল নোট শনাক্তে খোলা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই থানার আয়োজনে কাপ্তাই নতুনবাজার কুরবানী পশুর হাটে জাল নোট শনাক্ত করার জন্য পুলিশ কন্টোল রুম স্থাপন করা হয়েছে। গত এক সাপ্তাহ আগে এ ব্যবস্থা নেওয়া হলেও রবিবার বিকালে আবারো জনস্বার্থে মাইকিং করা হয়েছে। নতুনবাজার পশুর হাটে প্রথম দিন থেকে জাল নোট শনাক্ত করার জন্য নিয়মিত ক›েন্ট্রাল রুম বসিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং গরু ক্রয় করার পর টাকা লেনদেন করার পর তার মেশিনে জালকিনা শনাক্ত করছে। এবং মাইকিং করে সকলকে সচেতন করা হচ্ছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান আমরা নিয়মিত মাইকিং করে সকলকে সচেতন করছি। এবং কুরবানীর পশু ক্রয় করার আগে বা পরে (লেনদেন) করার সময় আমাদের ক›েন্ট্রাল রুমে এসে টাকা জালকিনা তা শনাক্ত করার জন্য সকলকে সচেতন করছি। তবে এ পযন্ত কোন টাকা জাল হয়েছে তা পাওয়া যায়নি বলে জানান। এবং পশুর হাটে নিয়মিত প্রাণী স্বাস্থ্য সেবা ভেটেরিনারি মেডিকেল টিম পাশাপাশি সেবা দিয়ে যাচ্ছে।