পুরুষদের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে যেতে হবে: অংসুই প্রু চৌধুরী
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে,দেশও এগিয়ে যাচ্ছে। পুরুষদের পাশাপাশি নারীদেরকেও এগিয়ে যেতে হবে। সেই কথাটি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালোভাবে উপলদ্ধি করেন। উপলদ্ধি করেন বিধায়, প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প গ্রহণ করেন।
রবিবার (২৫ জুন) দুপুরে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প,রাঙ্গামাটি সদর প্রশিক্ষণ কেন্দ্রের ২০২২-২৩ অর্থ বছরের প্রশিক্ষর্ণীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যান বলেন, ১৯৯৬ সালে আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসেন,তখন প্রধানমন্ত্রী চিন্তা করেছিলেন, নারীদেরকে ক্ষমতায়ন এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য,নারীদের লেখাপড়ায় উৎসাহিত করার জন্য এবং নারীরা যাতে উদ্যোক্তা হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্য নানামুখী প্রকল্প গ্রহণ করেছেন। তিনি আরো বলেন, ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। দেশ এগিয়ে গেছে অনেক দুর। দেশের পাশাপাশি নারীরাও এগিয়ে গেছে।
এসময় সাবেক মহিলা সংসদ সদস্য এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম চিনু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন,রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, মিসেস ঝর্ণা খীসা, প্রবর্তক চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন, ট্রেইনার সোহাখ আহমেদ।
অনুষ্ঠানের শেষে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের বিউটিফিকেশন,ফ্যাশন ডিজাইন,ক্যাটারিং,ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট,বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ১৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে চেক তুলে দেন অতিথিরা।