যারা নিজের প্রশ্নের উত্তর নিজে দিতে পারে,তারা অনেক বেশি আত্মবিশ্বাসী
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন, মানুষ যখন নিজের প্রশ্নের উত্তর নিজে দিতে পারে না, তখন তাদের আত্ম বিশ্বাস কমে যায়। আর যারা নিজের প্রশ্নের উত্তর নিজে দিতে পারে,তারা অনেক বেশি আত্মবিশ্বাসী থাকে। এগুলো সকল বিষয়ের ক্ষেত্রে। এ জন্য নিজের প্রশ্নের উত্তর দেয়ার সক্ষমতা তৈরি করতে হবে। আগে নিজের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়ে দেখবো,আমার কি করা উচিৎ,আমি কি করেছি। আমাদের এই মন-মানসিকতা তৈরি করতে হবে। তাহলে আমরা নিজেরা নিজের দায়িত্ব যথাযথ পালন করতে পারবো।
বৃহস্পতিবার (২২ জুন) সকালে গ্রীন হিল নামে বেসরকারি এনজিও সংস্থার সম্মেলন কক্ষে সিইএমবি এর আয়োজনে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০৩০ বাস্তবায়ন প্রেক্ষিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কিশোর-কিশোরীদের বাল্যবিবাহ রোধে তাদের উৎস হিসেবে সাহায্যে করতে হবে। তাহলে দ্রুত বাল্যবিবাহ রোধ করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন,গ্রীনহিল এর নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান, কো-অডিনেটর টিটু তালুকদার সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কিশোর-কিশোরীরা।
কর্মশালায় কিশোর-কিশোরীদেও বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-২০১৮ সর্ম্পকে ধারণা দেয়া হয় এবং কিভাবে কর্মপরিকল্পনা কওে বাল্যবিবাহ নিরোধ করা যায় তার প্রাথমিক ধারণ দেয়া হয়। জরুরী প্রয়োজনে হেল্পলাইন-১০৯,৩৩৩ এবং ৯৯৯ এ ফোন দেয়ার জন্য বলা হয়েছে কিশোর-কিশোরীদের।