[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

পানছড়িতে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন লোগাং ইউপি

১৩৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥

খাগড়াছড়ির পানছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মাঠে এই দৃষ্টিনন্দন ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৩নং পানছড়ি ইউপি ও ১নং লোগাং ইউপি। সেয়ানে সেয়ানে লড়াইয়ের এই খেলায় লোগাং ইউপি ২-১ গোলে পানছড়ি ইউপিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা উপস্থিত থেকে এই খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা, উচিত মনি চাকমা ও ভূমিধর রোয়াজাসহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

এই টুর্নামেন্টে উপজেলার ৫ ইউপির ৫টি দল অংশ নিয়েছিল। অংশগ্রহনকারী ৫টি দলের জন্য বুট ও জার্সি সরবরাহ করে ক্ষুদে খেলোয়াড়দের মন জয় করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। তিনি বলেন, উক্ত টুর্নামেন্ট থেকে উদীয়মান তরুণ খেলোয়াড় বাছাই করে স্বচ্ছ সুন্দর একটি অনুর্ধ্ব-১৭ দল গঠন করাই আমাদের মূল লক্ষ্য।