চবি উপাচার্যের সাথে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্টস ওয়েলফেয়ার আসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার আসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর নবগঠিত কমিটি নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার’র সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।
সোমবার দুপুর ১টায় চবি উপাচার্যের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টুডেন্টস ওয়েলফেয়ার আসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর নবঘোষিত সভাপতি কাজী খালিদ মাহমুদ এবং সাধারণ সম্পাদক খন্দকার মাশরুল আল ফাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর শিরীণ আখতার এর সাথে সাক্ষাৎ করেন।
এসময় উপাচার্য সংগঠনের নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে তাদের কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন।
সাক্ষাৎকালে এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।