কমিটির আহ্বায়ক জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা
কেএনএফকে স্বাভাবিক জীবনে আনতে বান্দরবানে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট এর সকল সদস্যকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার ও কেএনএফ এর সাথে সংলাপের উদ্যেগ গ্রহন করতে সংবাদ সম্মেলন করেছে শান্তির প্রতিষ্ঠা কমিটি সদস্যরা। বৃহস্পতিবার (২২জুন) সকালে পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও শান্তির প্রতিষ্ঠা কমিটি আহ্বায়ক ক্যশৈহ্লা। এসময় পাহাড়ের শান্তি ফিরাতে কুকিচীন সমস্যা নিরসনের লক্ষ্যে ১৮জন বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে যার নাম ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ নামে আত্মপ্রকাশ থাকল। ‘শান্তি প্রতিষ্ঠা কমিটি’ সদস্যদের মধ্যে আহ্বায়ক হলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, তঞ্চঙ্গ্যাঁ জনগোষ্ঠীর প্রতিনিধি ও মুখ্যপাত্র ও জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যাঁ,বাঙ্গলী প্রতিনিধি ও জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম মনু, মারমা প্রতিনিধি ও জেলা পরিষদ সদস্য এড, বাসিং থুয়াই মার্মা, বম সোস্যাল এর সভাপতি ও সদস্য সচিব লাল জারলম বম, সদস্য রেভা, পাকসিমবয়তুং, লাল থাং জেম, সিং ইয়ং ম্রো, রাংলাই ম্রো, সিংঅং খুম্ িমংচিং নু মারমা, খিয়াং প্রতিনিধি ম্রাসাং খিয়াং, মানিক খিয়াং, ত্রিপুরা প্রতিনিধি কৃপা ত্রিপুরা, রামবাদু ত্রিপুরা (স্টিভ), চাক্মা প্রতিনিধি বুদ্ধজ্যেতি চাকমা ও তঞ্চঙ্গ্যাঁ প্রতিনিধি উজ্জ্বল তঞ্চঙ্গ্যাঁ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির একমাত্র লক্ষ্যে ও উদ্দ্যেশ্য হলো বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি অগাধ বিশ্বাস ও আনুগত্য রেখে পার্বত্য জেলার বান্দরবানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিদ্যমান পরিস্থিতির নিরসন এবং কেএনএফ সদস্যদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যেগ গ্রহন করা। কমিটির সদস্যরা প্রত্যেক এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। এই কার্যক্রম কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট এর সকল সদস্যকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার ও কেএনএফ এর সাথে সংলাপের উদ্যেগ গ্রহন সহ সংঘটিত ঘটনাবলী কারণে যে সমস্ত এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে সেসব এলাকায় খাদ্য সহায়তা নিশ্চিত করাসহ পূর্ণবাসন প্রক্তিয়ার উদ্যেগ গ্রহন করা। এছাড়াও পাহাড়ের শান্তি ফিরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা করা হয়। সম্মেলনে শান্তি প্রতিষ্ঠা কমিটিসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।