মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বিনামূল্যে চারা বিতরণ
১৮২
Share
।। মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ।।
পার্বত্য অঞ্চলের পাহাড়ের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জীব বৈচিত্র্য সংরক্ষণ ও পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি অথনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়িতে বিনামূল্যে উপজেলার ২৬ জন প্রান্তিক বাগান চাষীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে কারিতাসের উপজেলা কার্যালয়ের সামনে প্রতি বাগান চাষীকে ৭৯টি ফলদ ও ঔষধি গাছের চারা, ভামি কম্পোস্ট সার, বৃষ্টির পানি সংরক্ষণ ও তৈরির উপকরণ বিতরণ করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি অফিসার মো. মহি উদ্দীন আহমদ, সমাজসেবা অফিসার মো. মুরাদ হোসেন, ইউপি সদস্য ফরিদা বেগম, প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক আবাইশি মারমা, হিমেল চাকমা, মিতা তঞ্চঙ্গ্যা, কাবিদাং স্টাফ রাম্প্রু মারমা, সাংবাদিক মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
২৬ জন চাষীদের মাঝে ১৫ প্রজাতির ১ হাজার ৭শ ৯৪টি চারা বিতরণ করা হয়। যার মধ্যে আম, নিম, আমড়া, লটকন, সুপারি, লেবু, হরিতকি, বেল, চালতা, অজুন, কালো জাম, তেতুল, চম্পা, নারিকেলের চারা রয়েছে।