[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

পার্বত্য তিন জেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজপথে শিক্ষকরা

১৩৬

।। মোঃ সোহেল রানা দীঘিনালা।।

অনগ্রসর ও দূর্গম এলাকার পার্বত্য চট্টগ্রামের ২৯২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে রাজপথে মাঠে নেমেছে শিক্ষকরা।

বুধবার(২১জুন) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জ্যোতি ত্রিপুরা সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্যে রাখেন এ্যাড. মোঃ জসিম উদ্দিন, খাগড়াছড়ি রিপোর্টস ইউনিটি সভাপতি চাইথোয়াই মারমা, বাংলাদেশ প্রেসক্লাব খাগড়াছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক সুজন বড়ুয়া, তিন পার্বত্য জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক প্রভাত কুমার চাকমা, খাগড়াছড়ি বেসরকারি শিক্ষক সমিতি‘র সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি‘র তথ্য ও প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা, খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি‘র সহ- সাধারণ সম্পাদক পারুল চাকমা, খাগড়াছড়ি বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি‘র সহ- মহিলা বিষয়ক সম্পাদক পিয়াংকা চাকমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকমো নিজাম উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, অধিকার আদায়ে খাগড়াছড়িতে শিক্ষক-কর্মচারীদের এ মানববন্ধন থেকে “যাছাই-বাছাইকৃত ১৪২টি ও যাছাই-বাছাই বিহীন ১৫০টিসহ মোট ২৯২টি বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বিশেষ বিবেচনায় জাতীয়করণের দাবী জানানো হয়। মানবন্ধন শেষে জেলা প্রশাসক এর মাধ্যমে পার্বত্য তিন জেলার বিভিন্ন উপজেলাধীন অনগ্রসর এবং দূর্গম এলাকার যাচাই-বাছাইকৃত ১৪২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে যাচাই-বাছাই বিহীন ১৫০টি বিদ্যালয়কে সংযুক্ত করে মোট ২৯২টি বিদ্যালয়কে পুনঃরায় জাতীয়করনের সুপারিশ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় স্মারকলিপি প্রদান করা হয়েছে।