কাপ্তাইয়ের দুর্গম হরিণছড়া গ্রামীণ মহিলাদের নিয়ে উঠান বৈঠক
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দূর্গম হরিণছড়া গ্রামীন মহিলাদের নিয়ে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্টিত। বুধবার(৭ জুন) সকাল ১০ টায় ৪নং ইউনিয়ন ২নং ওয়ার্ডে উপজেলা তথ্য আপার আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এ উঠান বৈঠক হয়। কাপ্তাই প্রেসক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তাহামিনা সুলতান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা ডেভেলপমেন্ট অফিসার ঝিমি চাকমা, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ১১৯ নং ভাজ্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, কৃষি বিভাগের উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামসুল হক।
বৈঠকে জম্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে হরিণছড়া পাহাড়ী পল্লীর শতাধিক মহিলা অংশগ্রহণ করে।